পিরোজপুরের দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার সদর উপজেলার শারিকতলা-ডুমুরিয়া ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, ওই গ্রামের ভ্যানচালক দিপঙ্কর সাহা কালার আয়ের বকেয়ামাত্র উৎস তার ভ্যানটিসহ ঘর, ওই বাড়ির মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী ভ্যানচালক দিপঙ্কর সাহা কালা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দেন। ঘরের ভেতর থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের পাশের মন্দিরসহ আত্মীয় মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। কয়েকদিন আগেও তাদের ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তখন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে