" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে অবৈধ জাল জব্দ, ৩ জেলেকে জরিমানা


আমাদেরবরিশাল.কম

১১ February ২০২৪ Sunday ৭:০২:১৩ PM

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করায় ৩ জন জেলেকে আটক এবং তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

পরে আটকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার সন্ধ্যা ও চিরাপাড়া নদীর বিভিন্ন স্থানে পৃথক এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তিন হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান,সন্ধ্যা ও চিরাপাড়া নদীতে বিশেষ কম্বিং অপারেশনের উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় ৩ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত উপজেলার সোনাকুর গ্রামের জেলে পারভেজ শেখ(২০)কে পাচঁ হাজার টাকা,চিরাপাড়া গ্রামের জেলে সজিব(১৮)কে দুই হাজার টাকা এবং বড় বিড়ালজুড়ি গ্রামের জেলে সাইদুল ইসলাম(৪০)তে জেলেকে পাচঁহাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মৎস্য প্রশাসন ও নৌ-পুলিশ যৌথভাবে উপজেলার বিভিন্ন নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।