Current Bangladesh Time
Saturday December ১৪, ২০২৪ ১১:২৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » সংবাদ শিরোনাম » পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত  
১২ February ২০২৪ Monday ৪:১২:৩০ PM
Print this E-mail this

পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত  


পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  

আর এখানে ভর্তির  জন্য  আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এ বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের চারটি বিভাগ চালুর জন্য অনুমোদন দিয়েছে। চলতি বছর বিজ্ঞান অনুষদে গণিত বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ ও পরিসংখ্যান বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর প্রতি বিভাগে ৪০ জন করে মোট ১৬০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

জানা গেছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ২৭ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ওই ভর্তি পরীক্ষা (এ ইউনিট) হবে।  

চলিত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভর্তি কমিটির প্রথম সভায় ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়।  আর সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি গুচ্ছে ভাগ হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। মোট ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে এতে। আর এবার দুটি নতুন বিশ্ববিদ্যালয় এ গুচ্ছে নতুন করে যুক্ত হয়েছে। নতুন এ দুটি বিশ্ববিদ্যালয় হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পিরোজপুর ও ঢাকায় পৃথক দুটি অফিস কাম গেস্টহাউজ ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। পিরোজপুরে ভাড়া বাড়িতে আপাতত চারটি বিভাগের শিক্ষার্থীদের পাঠদান করা হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য ৭৫ একর ভূমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে সদর উপজেলার কদমতলায় স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অনান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপচার্য কাজী সাইফুদ্দীন বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ভর্তি পরীক্ষা হবে। চারটি বিভাগে মোট ১৬০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শহীদ মিনার কেন্দ্রিক দুই চেতন‍া মুখোমূখি, জারী হতে পারে ১৪৪ ধারা
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল 
দক্ষিণাঞ্চলে সড়কপথে বাড়ছে মাদকের পাচার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে তালতলায় শিক্ষার্থীদের ক্লাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com