গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ: বিকট শব্দে আতঙ্কিত গ্রামবাসী
গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আধুনা বেদগর্ভ গরমের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ি সংলগ্ন এলাকায় গভীর রাতে একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসী।
স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আধুনা বেদগর্ভ গ্রামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন কে বা কারা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তার মধ্যে ১টি বোমা দোকানের সামনে বিস্ফোরিত হয়।
বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় চন্নু বাবলী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল, তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এ সময় তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান