Current Bangladesh Time
Saturday January ২৫, ২০২৫ ৭:৩৭ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » ‘ঘরের মানুষটাই নাই, ঈদ দিয়া কি অইবে’
১১ April ২০২৪ Thursday ৪:০৮:৪৫ PM
Print this E-mail this

‘ঘরের মানুষটাই নাই, ঈদ দিয়া কি অইবে’


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

‘ওরে বাবা…। বুকটা আইজ খালি খালি লাগেরে…।

কতদিন অপেক্ষায় আছি এই বুঝি আইলো। ঘরের মানুষটাই নাই, ঈদ দিয়া কি অইবে। মোগো কপালে ঈদ নাই। গত বছর কত আনন্দ অইছে, আইজ মোগো কপালে পোড়া। ’
বুক চাপড়ে বিলাপ দিয়ে কাঁদছিলেন আর এ কথাগুলো বলছিলেন ঘূর্ণিঝড়ে মিধিলির তাণ্ডবে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে কালু মাঝির স্ত্রী নাজমা বেগম।

গত বছরের ১৭ নভেম্বর সাগরে ঘূর্ণিঝড়ে মিধিলির কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ হয় পাথরঘাটার ৮ জেলে। তাদের মধ্যে একজন কালু মাঝি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

তাকে হারিয়ে নির্বাক ওই জেলে পরিবার। গত বছর ঈদেও একসাথে আনন্দ উল্লাস করেছে পরিবারটি, আজ ঈদ আনন্দ তাদের কাছে নিরানন্দ।

শুধু কালুর পরিবারই নয়; পাথরঘাটা উপকূলের নিখোঁজ বাকি সাত জেলে পরিবারের চিত্র একই।

সাগরে নিখোঁজ কালু মাঝির স্ত্রী নাজমা বেগম বলেন, বাবারে ঘরের মানুষটাই নাই…ঈদের আনন্দ দিয়া কি অইবে। আইজ কত আনন্দ অইতো, ঈদের জামা কাপড় না পাইলেও ভিন্ন আনন্দ থাকতো। আইজ যদি আমার স্বামী থাকতো নতুন কাপড় চোপড় লাগতো না। এখন বুকটা ফাইট্টা যায়‌।

কালু মাঝির মেয়ে সামিয়া ইসলাম বলেন, আজ ঈদ, পাশের বাড়ির কত সন্তানেরা বাবাকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ করে। আইজ আমাগো কপাল পোড়া, বাবায় নাই। বাবায় কি বাইচ্চা আছে? তাও জানি না।

আরেক নিখোঁজ জেলে ইউসুফের মা ফিরোজা বেগম বলেন, সন্তান ছাড়া থাকা বাবা মায়ের কত কষ্টের, তারপর ঈদ। সন্তান ছাড়া ঈদ কেমন কাটে? পোলাডা আইজ থাকলে কত আনন্দ অইতো।

ইউসুফের ভাই ইয়াকুব আলী বলেন, মোগো কপালে ঈদ আছে ভাই। দুই ভাইয়ের মধ্যে এক ভাই নাই। ঈদ কেমনে কাটবে ভাই! ভাইরে হারাইয়া আইজ বুঝি বড় ভাই কত প্রয়োজন। আইজ বড় ভাই থাকলে নতুন পাঞ্জাবি কিইন্যা দিতো, এক সাথে ঈদগায়ে যাইতাম।

বরগুনা জেলার পাথরঘাটা উপকূলীয় উপজেলা। পুর্বে বিষখালী ও পশ্চিমে বলেশ্বর নদ, দক্ষিণে বঙ্গোপসাগর। পাথরঘাটার প্রায় ৯৫ ভাগ মানুষ জেলে পেশায় নিয়োজিত। বংশপরম্পরায় এ পেশা ছাড়তে পারছে না এখানকার অসহায় দরিদ্ররা।

কুল কিনারহীন সাগরে গিয়ে অনেকের মৃত্যু হয় আবার অনেকে নিখোঁজ হয় বছরের পর বছর গেলেও সন্ধান পাওয়া যায় না, উপকূলের এমন চিত্র। প্রতি বছরই এখানকার কোন না কোন‌ পরিবার কেউ বাবাকে, কেউ সন্তানকে কেউ ভাইকে হারিয়ে ঈদ পালন করে থাকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে
বরিশালে অটোরিক্সা ধা*ক্কায় শিশু নি*হ*ত, চালক পলাতক
নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে: সরোয়ার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com