Home » ভোলা » ভোলা সদর » ভোলায় পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
২ June ২০২৪ Sunday ৮:৩৭:৫৫ PM
ভোলায় পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় পানিতে ডুবে গনি আমিন (৭) ও ওমর (৬) নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ জুন) দুপুরে পৌর চর জংলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গনি ওই এলাকার আ. কাদেরের ছেলে ও ওমর একই এলাকার সুজনের ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া এ তথ্য নিশ্চিত করেরে জানান, শিশু দুটি পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এদিকে শিশু দুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা