বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা,র অভিযোগে প্রতারক ডিবির জালে
২২ June ২০২৪ Saturday ৮:০৭:৩৮ PM
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা করায় রেজাউল সরদার নামের এক প্রতারককে ডিবি পুলিশ আটক করেছে। শুক্রবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রতারক রেজাউল সরদার উপজেলার চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউয়াল সরদার ও জুলেখা বেগমের ছেলে। এ প্রসঙ্গে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু জানায়, রেজাউল সরদার নামের ছেলেটির দুই পা অচল। রেজাউল নিজেকে সময় টেলিভিশনের বরিশাল অফিসের ক্যামেরা জার্নালিস্ট দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। এমনকি সময় টেলিভিশনের নকল টিশার্ট বানিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলো। সম্প্রতি তার এসব অপকর্মের বিষয়ে জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। এসব ভূয়া সাংবাদিক পরিচয়ধারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর আহবান জানান তিনি। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর রেজাউলকে আটক করা হয়। তবে সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে সে আর এসব কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||