Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় সামছুল হক তালুকদারের দাফন সম্পন্ন
২২ June ২০২৪ Saturday ৮:১৮:৫৭ PM
কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় সামছুল হক তালুকদারের দাফন সম্পন্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবীদ, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি মো. সামছুল হক তালুকদার (৭১)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল হক তালুকদার শনিবার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
তিনি স্ত্রী, তিন ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টায় কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় মরহুমের মৃতদেহ।
কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা