Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত
২৪ June ২০২৪ Monday ৪:০৭:৫৮ PM
গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের বাসিন্দা ও মাছ ব্যবসায়ী বরুণ দাস (৫৫) এবং পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক আয়নাল বেপারী (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, সকালে আগরপুর থেকে মাছ কেনার জন্য প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন বরুণ ও আয়নাল। পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুণ ও ভ্যানচালক আয়নালের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে