Current Bangladesh Time
Saturday January ২৫, ২০২৫ ৬:১৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » কোটা বাতিলের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ
৭ July ২০২৪ Sunday ৪:২৪:৫৭ PM
Print this E-mail this

কোটা বাতিলের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ


নগর প্রতিনিধিঃ

সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (৭ জুলাই) বেলা ১১টায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে শেষ হয়।

পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শুরুর পর মুষলধারে বৃষ্টি নামলেও তাতে ভিজেই আন্দোলন চালিয়ে যান এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থী দর্শন বিভাগ দ্বিতীয় বর্ষের মজিবুল হক, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের সাবিহা ইসলাম, ইশরাত জাহান ও সমাজকর্ম বিভাগের সাব্বির হোসেন বলেন- পড়ালেখা শেষে চাকরি করতে গিয়ে মেধা নয় কোটার ফাঁদে পড়তে হবে এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা চাই মেধার ভিত্তিতে এবং যোগ্যতার চাকরি হোক সর্বত্র।

এজন্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে নথুল্লাবাদ বাস টার্মিনালে দুই প্রান্তে কয়েক কিলোমিটার ধরে যানবাহনের তীব্র জট লেগে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

পরে বেলা সোয়া দুইটার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, ১৫-২০ মিনিট আগে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে
বরিশালে অটোরিক্সা ধা*ক্কায় শিশু নি*হ*ত, চালক পলাতক
নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে: সরোয়ার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com