বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রেশমি বেগমের স্বামী সরদার এম সৈয়দ শাহকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকায় গত শনিবার (৬ জুলাই) রাতে চেকপোস্ট চলাকালে তাকে আটক করে পুলিশ। এসময় জাহাঙ্গীর সরদার (৫৫) নামে তার এক সহযোগীকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক সরদার এম সৈয়দ শাহ (৫২) বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এম.এ. মান্নান সরদারের ছেলে। সরদার এম সৈয়দ শাহ ২২, ২৩ এবং ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল রেশমি বেগমের স্বামী। গ্রেপ্তার আরেক ব্যক্তি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মৃত ইদ্রিস সরদারের ছেলে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক শাহদাৎ হোসেন বলেন, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বারৈজ্জারহাট-কড়াপুর সড়কে চেকপোস্ট চলছিল। তখন তাদের ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে