Home » উজিরপুর » বরিশাল » কোটি টাকা আত্মসাৎ: ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার
১২ July ২০২৪ Friday ৬:০৩:৩২ PM
কোটি টাকা আত্মসাৎ: ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার
উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
ব্যবসায়ীক পার্টনারের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা ইট ভাটার মালিক বাবুল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত বাবুল শরীফ উপজেলার ভরসাকাঠী গ্রামের মৃত হোসেন শরীফের ছেলে ও শিকারপুর ব্রীজ সংলগ্ন এসবিআই ব্রিকস ফিল্ডের মালিক।
তার (বাবুল) বিরুদ্ধে শিকারপুর গ্রামের মৃত রহম আলী খানের ছেলে ব্যবসায়ী শাহ আলম খান মিন্টু থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা বাবুল শরীফকে ঢাকার সাভার এলাকার নয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে জানা গেছে, ব্যবসায়ীক পার্টনার হিসেবে শাহ আলম খান মিন্টুর কাছ থেকে বাবুল শরীফ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ২০২০ সালে কৌশলে ইট ভাঁটা বন্ধ করে বাবুল শরীফ আত্মগোপন করেন। দীর্ঘদিন পর আত্মগোপনে থাকা বাবুল শরীফের সন্ধান পেয়ে পাওনা এক কোটি সাত লাখ টাকা ফেরত পেতে থানায় মামলা দায়ের করেন শাহ আলম খান মিন্টু।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষ ভেঙে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিলো সহপাঠীরা
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে