Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটা-পটুয়াখালী থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা
২৫ July ২০২৪ Thursday ১১:১৬:৪৭ AM
কুয়াকাটা-পটুয়াখালী থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটা থেকে শুরু হয়েছে ঢাকাগামী গণপরিবহন চলাচল।
বুধবার (২৪ জুলাই) সকাল থেকে কুয়াকাটা, কলাপাড়া ও পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে গণপরিবহন চলাচল শুরু হয়।
এছাড়া অভ্যন্তরীণ রুটের বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য পরিবহন স্বাভাবিক গতিতে চলছে।
এদিকে, কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। বুধবার সকাল থেকে খুলেছে দোকানপাট। বাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে এখনও সব স্থানে স্বাভাবিক গতিতে ফেরেনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। উপজেলার শহরগুলোতে লক্ষ্য করা গেছে সেনাবাহিনী ও পুলিশের টহল।
কলাপাড়া বাসস্ট্যান্ডের শ্যামলী বাস কাউন্টারের ইনচার্জ মহাসীন পারভেজ জানান, বুধবার সকাল থেকে ঢাকাগামী যেমন সাকুরা, নাবিলা, এনা, সৌদিয়া, যমুনা লাইন, সেবেন স্টার, সেবেন ডিলাক্স শ্যাশলীসহ বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে গেছে। তবে রাতে আরও অনেক পরিবহন ছাড়বে। এছাড়া যাত্রীর সংখ্যা এখন কিছুটা কম রয়েছে।
কুয়াকাটা বাসস্ট্যান্ডের যাত্রী সোহাইব মিয়া বলেন, আমি ঢাকাতে থাকি। প্রায় পাঁচদিন পর্যন্ত যেতে পারিনি। তবে বুধবার এখানে এসে শ্যামলী পরিবহনের টিকিট কেটেছি এবং ঢাকায় যাচ্ছি।
কলাপাড়া পৌরসভা শহরের ভ্যানচালক হোসেন সিকদার বলেন, কারফিউ চলাকালীন সময়েও আমরা সড়কে রিকশা চালিয়েছি। তবে যাত্রীর সংখ্যা অনেকটা কম ছিল। বুধবার কারফিউ সিথিল করার পর বাজারে মানুষের আনাগোনা বেড়েছে। সব দোকানপাট খুলেছে। এখন আমাদের যাত্রীর সংখ্যাও বেড়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, কলাপাড়ায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা