Read more" />
AmaderBarisal.com Logo

নেছারাবাদের কাঠের তৈরি নৌকা যাবে জার্মানিতে


আমাদেরবরিশাল.কম

২৭ July ২০২৪ Saturday ৮:৩৮:০৪ PM

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা কাঠের নৌকা তৈরির জন্য বিখ্যাত। শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট কেন্দ্র করে দেশি-বিদেশি অনেক পর্যটক এখন ভিড় করছেন এই হাটে। এবারে সেই নৌকা যাবে জার্মানিতে। প্রাথমিক পর্যায়ে ২০টি নৌকা অর্ডার হলেও প্রথম পর্যায়ে যাবে ১০টি।

নৌকা মিস্ত্রি আজিজুল বলেন, আমি দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করি। সাধারণত ডিঙি ও টালাই বানাতাম। কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে ২০টি নৌকার অর্ডার দেন। এটিই আমার প্রথম বিদেশি অর্ডার। এর আগে আমাদের এলাকার তৈরি নৌকা বিদেশি অর্ডার কেউ পায়নি। প্রতিটি নৌকা তৈরিতে ১০ হাজার টাকা চুক্তি হয়েছে। তিনি বায়না বাবদ অগ্রিম ২৪ হাজার টাকা দিয়ে গেছেন। মেহগনি গাছ দিয়ে তাদের দেখানো ডিজাইন অনুসারে তৈরি করছি। প্রথমে ১০টি নৌকা যাবে। এরপরে ভিন্ন ডিজাইনের আরও ১০টি নৌকা বানাতে হবে।

জার্মান নাগরিকের সঙ্গে আসা বরিশালের এক বাসিন্দা মোহাম্মদ জুবান আহমেদ সপ্তাহে একবার এসে কাজের অগ্রগতি দেখে যান বলে জানান তিনি। তিনি আরও জানান, এই নৌকা নিয়ে সেখানকার বাজার দেখবেন। বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন। তবে নৌকাগুলো ওখানকার কোনো নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানানো হবে।

জার্মান নাগরিকের পক্ষে মোহাম্মদ জুবান মোবাইল ফোনে বলেন, এখন কাজ প্রাথমিক পর্যায়ে। এজন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না। তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরি হলে হস্তান্তরের আগে বিস্তারিত জানাব।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, আমাদের এলাকার পেয়ারা, আমড়া ও নৌকা তৈরি করার জন্য বিখ্যাত হলেও এই প্রথম এলাকার তৈরি নৌকা বিদেশে যাচ্ছে- এটি আমাদের জন্য গৌরবের এবং সুনামের। এতে করে বাংলাদেশের পণ্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনার দুয়ার খুলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এটি আমাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। তবে আমি সরেজমিনে নৌকার কারিগর আজিজুলের সঙ্গে দেখা করে এই শিল্প কীভাবে আরও সমাদৃত করা যায় এবং যে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।