Current Bangladesh Time
Sunday September ১৫, ২০২৪ ৫:২১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় রাখাইন জনগোষ্ঠীর জমি দখলের অভিযোগ
২ August ২০২৪ Friday ১:০১:০১ PM
Print this E-mail this

বরগুনায় রাখাইন জনগোষ্ঠীর জমি দখলের অভিযোগ


বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলায় পুলিশের এক সদস্যদের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনের বপনকৃত আমন ধানের বীজতলা নষ্ট করে জমি দখলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ অভিযোগে সোমবার (২৯ জুলাই) ভুক্তভোগী পরিবার বরগুনা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

জানা গেছে, গত রোববার (২৮ জুলাই) দুপুরে জেলা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামের রাখাইন সম্প্রদায়ে সদস্য আলাগ্রীর স্ত্রী মাব্রেসের কৃষি জমিতে প্রতিপক্ষ মৃত হাতেম হাওলাদারের ছেলে পনু মিয়ার নেতৃত্বে গোলাম রসুল, মো, আলম, মো. হাসান, পনু মল্লিক, আ. খালেক বিশ্বাসসহ ২০-২৫ জন লোক নিয়ে পুলিশ সদস্য অরিফুল ইসলামের উপস্থিতিতে ট্রাক্টর দিয়ে চাষ করে মাব্রেসের বপনকৃত চার মণ আমন ধানের চারা নষ্ট করে দেন তার ছেলে নাজমুল।  

ঘটনার বিবরণে আরও জানা গেছে, অত্র জমির ওয়ারিশ সূত্রে মালিক মাব্রেসে। তার পূর্ব পুরুষদের কাছ থেকে কিছু জমি প্রতিপক্ষ পনু গং কিনে নেন। তবে যে পরিমাণ জমি তারা কিনেছেন তার থেকে বেশি জমি জোরজবরদস্তি করে ভোগ দখল চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় রোববার সদলবলে পনু গং এসে চার মণ ধানের বীজতলা সম্পূর্ণ নষ্ট করে দেয় এবং রাখাইন মাব্রেসেকে লাঞ্ছিত করে এবং তাকে দেশ ছাড়া করারও হুমকি দেন।  

প্রতিবেশী আউয়াল ও প্রত্যক্ষদর্শীরা ফোরকান এবং বাবুল মল্লিক জানান, পনু গং দীর্ঘদিন ধরে রাখাইন মাব্রেসের জমি দখল চেষ্টা করে যাচ্ছেন। এ বিষয়ে একাধিক বার সালিশ-বৈঠক করেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। তাবে তারা তাদের সালিশির সিদ্ধান্ত উপেক্ষা করে জবরদস্তি মাব্রেসের জমি দখল চেষ্টা করে যাচ্ছেন। এমনকি ওইসব জমির বিষয় নিয়ে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৩০৩/২০২২ নম্বর মোকদ্দমাও চলমান আছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও পনু গং পুলিশ ইন্সপেক্টর আরিফকে সঙ্গে নিয়ে অসহায় রাখাইন মাব্রেসের চার মণ ধানের বীজতলা নষ্ট করা হয়।

ওয়ারিশ সূত্রে জমির মালিক মাব্রেসে বলেন, দীর্ঘদিন ধরে আমি অত্র জমি ভোগদখল করে আসছি। জমিতে বপনকৃত চার মণ ধানের বীজ এসআই আরিফের উপস্থিতিতে প্রতিপক্ষ পনু গং নষ্ট করে দেন এবং আমি বাধা দিতে গেলে আমাকে লাঞ্ছিত করে দেশ ছাড়া করার হুমকি দেন। এ বিষয়ে আমি বরগুনা এসপি মো. রাফিউল আলম বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।  

বরগুনা সদর থানার সাব ইনসপেক্টর আরিফুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে আমার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটেনি।  

তবে এ বিষয়ে এসপি রাফিউল আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
 বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com