Current Bangladesh Time
Sunday September ১৫, ২০২৪ ৭:০১ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » সংবাদ শিরোনাম » শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে ববির ৩৫ শিক্ষকের বিবৃতি 
৩ August ২০২৪ Saturday ৪:৪৯:২৮ PM
Print this E-mail this

শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে ববির ৩৫ শিক্ষকের বিবৃতি 


ক্যাম্পাস প্রতিনিধিঃ

দেশে চলমান শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।  

শুক্রবার রাতে দেওয়া ওই বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন ৩৫ শিক্ষক।তবে বাসের আবদুল আলীম ও আতিকুল হক ফরাজী নামের ২ শিক্ষক প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করে একাত্ম প্রকাশ করলেও পরে সরে যান।

বিবৃতিদাতা শিক্ষকরা হলেন- নুসরাত জাহান (মার্কেটিং বিভাগ), ড. মো. মুসহসিন উদ্দিন (ইংরেজি বিভাগ), ড. তানিয়া ইসলাম (সিএসই), সঞ্জয় কুমার সরকার (বাংলা বিভাগ), ইমরুল হাসান (প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি), তাইয়্যেবুন নাহার হিমি (বাংলা বিভাগ), শায়েলা হক (প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি), মো. হাসিব (প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি), উন্মেষ রায় (বাংলা বিভাগ), শ্যামোলিমা শহীদ খান (ইংরেজি), শফিকুল ইসলাম (ইংরেজি বিভাগ),  মো. তানভির আহমেদ (অর্থনীতি), প্রজ্ঞা পারমিতা বোস (ইংরেজি), সায়েমা আক্তার (মার্কেটিং), ইমরান হোসেন (গণযোগাযোগ ও সাংবাদিকতা), পম্পা মজুমদার (বাংলা), ড. মো. জিয়াসমিন খাতুন (প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি),  মো. সোহেল রানা (রাষ্ট্রবিজ্ঞান), রাশেদ মোশাররেফ (লোক প্রশাসন), টুম্পা সাহা (দর্শন), তাসনিম জেরিন (কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট), ড. ফেরদৌসী জামান তনু (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান), মো. রাকিবুল ইসলাম (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস),আবু জিহাদ ( সমাজকর্ম), ফাতেমা তুজ জোহরা (মার্কেটিং), হোসনে আরা ডালিয়া (লোক প্রশাসন), মো. ইমরান হোসাইন (পদার্থবিজ্ঞান), খাদিজা আক্তার (ইংরেজি), মো. সাজেদুল ইসলাম (প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি), সোহেলী জাহান (সিএসই), ইরতেজা হাসান (কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট), তাসনুভা হাবিব জিসান (লোক প্রশাসন), মোমতাহিনা মিতু (কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট), ফারজানা মাহবুব (কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট) ও ড. রেহেনা পারভীন (প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি)।

বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন, গত ১৫ জুলাই থেকে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পরে দেশের সর্বত্র বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ওপর হত্যা, নিপীড়ন ও নির্যাতনের নজিরবিহীন ঘটনা ঘটছে। এযাবৎ অন্তত দুইশতাধিক মৃত্যুর খবর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্তৃক নিশ্চিত করা হয়েছে। গুলিতে ও আঘাতে অনেকে ইতোমধ্যে চোখ হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। দেশের ইতিহাসে এমন ছাত্রহত্যা ও ছাত্রনিপীড়নের ঘটনা স্বাধীনতা যুদ্ধের সময় ব্যতীত কোনো সময়ে এমনকি কোনো সামরিক সরকারের সময়েও ঘটার নজির নেই।  

বিজ্ঞপ্তিতে শিক্ষকরা আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা একইরূপ হামলার শিকার হয়েছে। রাষ্ট্রের জনগণের পয়সায় কেনা বন্দুকের বুলেটে এভাবে শিশু, নারী ও ছাত্রজনতার বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। এমন ঘটনার প্রতি ঘৃণায় আমাদের সমগ্র অস্তিত্ব রি রি করছে। এখানেই শেষ নয়। রাজপথে, বাড়ির ছাদে এমনকি নিজ ঘরের জানালায় দাঁড়ানো শিশুকে হত্যার পরে আজ সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের বাড়ি বাড়ি হানা দিয়ে, মেসে মেসে হানা দিয়ে এবং এমনকি পাবলিক পরিবহনে মোবাইল চেকিং করে গ্রেফতার করা হচ্ছে। এমন নিপীড়নের ব্যাপকতায় সাধারণ শিক্ষার্থীরা আজ দিশেহারা।

এমন পরিস্থিতিতে অবিলম্বে এই সকল নিপীড়ন বন্ধের দাবি জানান ৩৫ শিক্ষক। পাশাপাশি দাবি তোলেন ভবিষ্যতে এই আন্দোলনে যুক্ত কোনো মানুষকে যেনো আইনের বেড়াজালে বা কোনোভাবে হয়রানি করা না হয়। একইসাথে শিক্ষার্থী হয়রানি ও শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিয়ে অতিসত্ত্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। শেষে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের দাবির সাথেও একাত্মতা ঘোষণা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
 বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com