Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ার কৃতি সন্তান অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাবির প্রক্টর নিযুক্ত
৩১ August ২০২৪ Saturday ২:১৭:৩৮ PM
বানারীপাড়ার কৃতি সন্তান অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাবির প্রক্টর নিযুক্ত
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাকে এই নিয়োগ প্রদান করেন।
তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ও বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত অধ্যাপক শামসুদ্দীন আহমদের ছেলে।
সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বানারীপাাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের অদম্য মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকায় নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (লোক প্রশাসন) থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ( সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান। তাঁর স্ত্রী শামিমা তাসনীম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান। এদিকে বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার