Home » বরিশাল » বরিশাল সদর » বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চারুশিল্পীদের ছবি বিক্রির অর্থ
১ September ২০২৪ Sunday ৫:৪৫:২৯ PM
বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চারুশিল্পীদের ছবি বিক্রির অর্থ
নগর প্রতিনিধি:
চারুকলা বরিশালের উদ্যোগে শিল্পীদের ছবি বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে শিশু শিল্পীরা জেলা প্রশাসকের হাতে ৩২ হাজার টাকার চেক তুলে দেয়।
এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, দেশের বন্যার্তদের জন্য চারুকলার এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা আরও যারা বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই।
চারুকলা বরিশালের সাবেক সম্পাদক ও চারুশিল্পী অসীম বণিক বলেন, দেশের এই সংকটে চারুশিল্পীদেরও কিছু করণীয় রয়েছে- এই মানসিকতায় চারুকলা বরিশাল এই উদ্যোগ নিয়েছে। আমরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
চারুকলা বরিশালের সাবেক সম্পাদক রনি দাস জানান, তারা প্রাথমিকভাবে ৫০টি ছবির বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)