সম্প্রতি ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। পাশাপাশি এসব লাইসেন্সধারীদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর ধারাবাহিকতায় বরিশালেও অস্ত্র জমা দিচ্ছেন স্থগিত হওয়া লাইসেন্সধারীরা। যদিও এতে অনেকটাই ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে বরিশাল জেলায় দুই শতাধিক আগ্নেয়াস্ত্র থাকলেও রোববার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ৭৪টি অস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন রোববার পর্যন্ত তাদের থানায় মোট ৩৯টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।
এছাড়া মেট্রোপলিটন পুলিশের বাকি তিনটি থানা ও জেলার দশটি থানায় জমা পড়েছে ৩৫টি আগ্নেয়াস্ত্র।
তবে একাধিক সূত্র জানায়, বিগত ১৬ বছরে বেশিরভাগ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।এর মধ্যে গত ১৯ জুলাই থেকে ৫ আগস্টসহ বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বরিশাল মহানগরে মহড়া দিতেও দেখা গেছে আওয়ামী লীগ নেতাদের। যেখানে ১৯ জুলাই নগরের চৌমাথা এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষকালে একাধিক শটগানসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
পাশাপাশি গত ৪ আগস্ট বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকের বাসভবনে হামলাকারীদের হটাতেও শটগানসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ সময়কালে ব্যয় করা কোনো গুলির ঘটনাতেই থানায় সাধারণ ডায়েরি হওয়ার খবর জানাতে পারেনি থানা পুলিশ।
বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে ওই সব নেতাকর্মীরা অস্ত্র জমাও দেননি বলে সূত্র নিশ্চিত করেছে। তবে যাদের আগ্নেয়াস্ত্র ও গুলির হিসেবে কোনো গরমিল ঘটেনি, তারা নিজেরা নয়তো প্রতিনিধির মাধ্যমে অস্ত্র জমা দিতে উদ্যোগী হয়েছেন। যদিও আশা করা হচ্ছে আজ ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র থানায় জমা পড়বে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার