Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৯ September ২০২৪ Monday ৪:৫৯:০০ PM
কলাপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শোয়েব (২০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কলাপাড়া পৌরসভা এতিমখানা নজরুল ইসলাম সড়ক এলাকার বাসিন্দা কাজী নাজমুল আহসান মিঠুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশু কাজী শোয়েব আহমেদকে নিয়ে তার নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে যায়। আজ সোমবার বেলা এগারটায় খেলা করতে গিয়ে বাড়ির সকলের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে শিশুর নানী পুকুরের কিনারায় শিশুটিকে ভাসতে দেখে।
শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু