Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় হাসপাতালে সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় নবজাতক!
১০ September ২০২৪ Tuesday ৫:৫৪:১২ PM
বানারীপাড়ায় হাসপাতালে সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় নবজাতক!
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় সদ্য ভূমিষ্ট ফুটফুটে এক কন্যা নবজাতক পাওয়া গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে নবজাতকের কান্না শুণে নার্সরা তাকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফাহিম আরিফ জানান নবজাতককে হাসপাতালের বহিঃবিভাগের সিঁড়ির নিচে পেয়ে তাৎক্ষনিক ইউএনওকে অবহিত করা হয়। তিনি জানান নবজাতক সুস্থ রয়েছে এবং, স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ আফরোজা তাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করিয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার জানান,হাসপাতালে নবজাতক পাওয়ার খবর পেয়ে সেখানে উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথী দেউবীকে পাঠানো হয়। নবজাতককে এদিন বিকালে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোট মনি নিবাস ( বেবী হোম) পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এদিকে হাসপাতালে পরিচয়হীন ফুটফুটে কন্যা নবজাতক পাওয়ার খবরে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তারা নবজাতককে ফেলে যাওয়া পাষন্ড বাবা-মাকে ধিক্কার জানান। নার্সসহ অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন।
অপরদিকে হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছেন তা চিহৃিত করতে পারলে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে সচেতনমহল অভিমত ব্যক্ত করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু