" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা


আমাদেরবরিশাল.কম

১৫ September ২০২৪ Sunday ৪:৪৭:৩০ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নবাগত জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

এসভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নগাবত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।

সভায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখাতে জনসচেতনতা সৃষ্টি এবং পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার বিষয় সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে এ পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।