" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় আদালতের আদেশ অমান্য; জমি চাষে বাধা


আমাদেরবরিশাল.কম

১৫ September ২০২৪ Sunday ৮:১৫:৩৮ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া.কলাপাড়ায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে জমি চাষাবাদে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে মো.ফজলু মুসুল্লি, মো.সেরাজ মুসুল্লি, হাবিব মুসুল্লি সহ ১০ জনকে বিবাদী করে ভুক্তভোগী তহমিনা বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, নীলগঞ্জ মৌজার, ২৪৩ নং এস,এ খতিয়ানের,৩৪১৫,৩৪২৫ ও আরো ১০ টি দাগে ১৬.৪৬ একর জমির মধ্যে ৫.০২ একর ভূমির মালিক হন মীরা গাজী গং সহ অপরাপর শরীকগন। ওয়ারিশ সূত্রে ওই জমি ভোগ দখল করে আসছেন তহমিনা বেগম ও অপরাপর শরীকগন। বিবাদীরা এতে ভোগদখলে ও চাষাবাদে বাধা দিলে তিনি কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিবাদীদেরকে ওই জমিতে প্রবেশে নিশেধ করিয়া স্টেটাসকোর আদেশ প্রদান করেন। বর্তমানে আদালতের আদেশ অমান্য করে জমি চাষাবাদে পূনরায় বাধা প্রদান করলে ভুক্তভোগী তহমিনা বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত মো.ফজলু মুসুল্লি বলেন, ক্রয় সূত্রে ওই জমির মালিক আমরা। বিএস জরিপ আমাদের নামে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।