" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিবর রহমানের ইন্তেকাল


আমাদেরবরিশাল.কম

১৮ September ২০২৪ Wednesday ৫:০৯:৩৯ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিংবডির সাবেক সদস্য মোঃ মজিবর রহমান ( মজিবর ডাক্তার) স্বরূপকাঠির এপেক্স ক্লি‌নি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ট্রোকসহ জটিল  লিভার রেগে ভূগছিলেন। বুধবার (১৮ সেপ্টেম্বর)  সকাল ৯ টায় উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজে‌দিয়া মাধ্য‌মিক বিদ্যাল‌য় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মলুহার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।