Home » চরফ্যাশন » ভোলা » চরফ্যাশনে মেঘনার তীরে পড়ে ছিল তরুণীর মরদেহ
২৫ September ২০২৪ Wednesday ৩:৫২:৫৬ PM
চরফ্যাশনে মেঘনার তীরে পড়ে ছিল তরুণীর মরদেহ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনার তীর থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি দুই/একদিন আগের হতে পারে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু