বক্তারা বলেন, পৌরসভার মল্লিকপুর থেকে সূর্য্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পথচারীসহ এলাকার মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে সড়কে ভোগান্তি বেড়ে যায়। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না।
সড়কটি সংস্কারের জন্য পৌরসভা থেকে অর্থ বরাদ্দ করা হলেও আংশিক কাজ করে লাপাত্তা হয়ে গেছেন ঠিকাদার। নিয়মিত পৌরকর দেয়ার পরও বছরের পর বছর এমন দুর্ভোগে এলাকাবাসী চরম বিক্ষুব্ধ।
দ্রুত সড়কটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু