ঝালকাঠিতে বানানো বোনের বাড়িতে গাছকাটা শ্রমিকের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলায় বানানো বোনের (ধর্ম বোন) বাড়িতে লিটন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষির গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটার শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লিটন তার বানানো বোন লিপির বাবাবাড়ি বাড়ৈয়ারা গ্রামে যান। এর আগেও তিনি ওই বাড়িতে আসা-যাওয়া করতেন।
রাত আনুমানিক আড়াইটার দিকে লিটন হাওলাদারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তার ডাক-চিৎকারে ঘরের অন্যান্য লোকজন সজাগ হয়। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু