বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার আত্মত্যাগের ফসল। তাই এ সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।
পরাজিত চক্রটি সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্নভাবে চেষ্টা করছে। ‘৭১ এ যেমন লাখো শহীদের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল, তেমনি ২৪ এর ৫ আগস্টও এদেশের ছাত্র-জনতার প্রাণের ফসল।
এ বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আসন্ন দুর্গা পূজায় দেশের হিন্দু সম্প্রদায়কে উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে। আর এ জন্য তারা যদি কোন ধরনের নিরাপত্তার অভাব বোধ করে সে ক্ষেত্রে প্রতিটি বিএনপির নেতাকর্মীদের তাদের পাশে থাকতে হবে। প্রতিটি মন্দিরে গিয়ে পাহারা দিতে হবে।মনে রাখতে হবে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো প্রকার সংখ্যালঘু নয় তারা আমাদের ভাই।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার নাজিরপুরে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
উপজেলার দীর্ঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বালিকা বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আবুল বাশারের সভাপতিত্বে ও সদস্য সচীব সন্তোষ বিশ্বাস কালার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল, সদস্য সচীব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাস্টার মো. এইচ এম শামীম হাসান, সদস্য সচীব মো. তারিক আব্দুল্লাহ বাপ্পী সহ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু