Home » কলাপাড়া » পটুয়াখালী » শুরু হয়েছে কুয়াকাটার ১১ কিঃ ভাঙা মহাসড়কের কাজ, স্বস্তিতে পর্যটক সহ ব্যবসায়ীরা
২৯ September ২০২৪ Sunday ৪:২২:১৪ PM
শুরু হয়েছে কুয়াকাটার ১১ কিঃ ভাঙা মহাসড়কের কাজ, স্বস্তিতে পর্যটক সহ ব্যবসায়ীরা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা কলাপাড়া মাত্র ১১ কিঃ মহাসড়ক দীর্ঘ দিন ধরে খানাখন্দর বড় বড় গর্ত হয়ে পড়ে থাকায় এখন বেহালদশা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হয়েছে সাড়ে ১১ কিলো মহাসড়কের রাস্তার কাজ। এত দিন বৃষ্টি কারণে কাজ করতে ব্যাঘাত সৃষ্টি হলেও এখন থেকে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দেড় মাসের ভিতরে এই মহাসড়কের কাজটি সম্পন্ন হবে বলে এমনটা জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা । ওই মহাসড়কের কাজ শুরু করায় স্বস্তি ফিরে আসছে পর্যটক সহ ট্যুরিজম ব্যবসায়ীদের মাঝে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২০১০ সালে কুয়াকাটা কলাপাড়া ২২ কিঃ মহাসড়কটি দুটি ঠিকাদার প্রতিষ্ঠানে ভাগাভাগি করে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক টির কাজ করেন। তার ভিতরে কুয়াকাটা-কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে আলীপুর পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রাস্তাটি বেশ অনিয়ম করার জন্য ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন ঝুলন্ত মামলা গত বছর শেষ হয়। দীর্ঘদিন সড়কটি সংস্কারের অভাবে পড়ে থাকা সড়কটি একদমই অনুপযোগী হয়ে পরে।
দেশের গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা। ঢাকা টু কুয়াকাটা মহাসড়ক একটি রাস্তা দিয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত আসা-যাওয়া করে হাজার হাজার পর্যটকরা। মাত্র ১১ কিলো রাস্তার জন্য হারিয়ে যেতে বসছে পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। দ্রুত এই মহাসড়কটি সংস্কার না হলে দেশের পর্যটন খাত থেকে একদমই হারিয়ে যাবে কুয়াকাটা পর্যটন শিল্প এমনটাই চিত্র দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু