Current Bangladesh Time
Monday March ২৪, ২০২৫ ১:১০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » সমালোচনার মুখে খুলে ফেললেন সেই নামফলক
২৯ September ২০২৪ Sunday ৪:৩৫:৪৮ PM
Print this E-mail this

সমালোচনার মুখে খুলে ফেললেন সেই নামফলক


পটুয়াখালী প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন’ লেখা নামফলকটি খুলে নিয়েছেন বাড়ির মালিক।

এর আগে, শনিবার নামফলকের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। অনেকে এতে বিরূপ মন্তব্যও করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনে গেটে নামফলক লাগিয়েছিলেন। পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসভবন (হোল্ডিং নং-০৮০০৪-০০৯৭-০০)।

আর বাসার সামনে ঢোকার গেটে লাগানো ছিল একটি নামফলক, তাতে লেখা ছিল, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের-২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন।’ এতে নিচে ঠিকানা লেখা ছিল— ‘কাজী পাড়া, পটুয়াখালী।’

ইলিয়াসের মেয়ে নুসরাত জাহান স্বপ্না পটুয়াখালী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। নুসরাত জাহান স্বপ্না পটুয়াখালী মহিলা কলেজের উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নামফলকের এই ছবি দিয়ে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে অনেকে উপহাস করে লেখেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের কোন সহযোদ্ধোর বাসভবন এটা পটুয়াখালীবাসী জানতে চায়?’ আরেকজন লেখেন, ‘আমাদের এলাকায় এই রকম একজন বিখ্যাত ব্যক্তির বাসভবন, তা না জানায় আমার অপরাধ কি জাতি মেনে নিবে?’

এ ব্যাপারে ইলিয়াস হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী ও মেয়ে আন্দোলনে অংশগ্রহণ করছিল। তিনি কোনো কিছু পাওয়ার জন্য করে নাই।

আমি আগেই আমার স্বামীকে নি‌ষেধ করছিলাম যে এটা লাগা‌নো ঠিক হ‌বে না, মানুষে হাসাহাসি করবে। কিন্তু তিনি তার ভালো লাগার জায়গা থেকেই এই কাজটা করছে।’

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, ‘আমি ও আমার মেয়েও এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আন্দোলনের সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনে নামফলকটি টাঙিয়ে ছিলাম। গত ৫ আগস্টের পর এটি টাঙাই। কিন্তু আজ দেখি ছবিটি ভাইরাল হইছে। পরে সেটা খু‌লে ফে‌লে‌ছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা
লিঙ্গ ভিত্তিক সহিংসতা বাড়লে, এইচআইভি’র ঝুঁকিও বাড়বে- ব্রিঃজেঃ মশিউল মুনীর
হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’: বিবৃতিতে সেনাসদর
অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
পবিপ্রবি শিক্ষক ড. সন্তোষ কুমার বসু সাময়িক বরখাস্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com