“দশম গ্রেড আমাদের দাবি নয়; আমাদের অধিকার” শ্লোগানকে সামনে রেখে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমাজ জেলার গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
সহকারী শিক্ষক সমাজের উপজেলা শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি শিক্ষক সমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির।
সংগঠনের উপজেলার সাধারণ সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি এসএম জাকির হোসেন, রাশিদা কাজী, আকলিমা বেগম, রফিকুল ইসলাম টিটু, বোরহান উদ্দিন, আবুল খায়ের প্রমুখ।
বক্তরা ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধন ও সভা শেষে উল্লিখিত দাবিতে শিক্ষক নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি পেশ করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু