Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
১ October ২০২৪ Tuesday ৪:৩২:০৫ PM
আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলা বন কর্মকর্তা ও থানা-পুলিশ গিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করে।
এলাকাবাসী জানায়, আজ সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি রাস্তায় লাগানো সরকারি বিভিন্ন প্রজাতির ১০টি গাছ কেটে ফেলা হয়। রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইলের নেতৃত্বে এ সময় সঙ্গে ছিলেন রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার, মিঠু হাওলাদার ও ফরিদ হালাদার। বিষয়টি জানালে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার পুলিশ নিয়ে সেখানে গিয়ে কেটে নেওয়া গাছগুলো জব্দ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার বলেন, সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু