Read more" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে আ.লীগ নেতার বিরুদ্ধে প্রতারণার মামলা


আমাদেরবরিশাল.কম

১ October ২০২৪ Tuesday ৪:৪১:১১ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে ও ইসলাম ব্রাদার্সের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ৭০ লাখ টাকার প্রতারণার মামলা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান মামলা গ্রহণ করে আসামীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নাসিমুল হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকান থেকে মনিরুল ইসলাম তালুকদার রড ও সিমেন্ট ক্রয় করতেন। এতে ৭০ লাখ টাকা পাওনা থাকে।

পাওনা টাকা পরিশোধের জন্য পূবালী ব্যাংক লিঃ ঝালকাঠি শাখার ৩৫ লাখ টাকার দুইটা দেন।মনিরুল ইসলামের দেওয়া চেক গত ২১ মে ব্যবসায়ী শফিকুল ইসলামের নিজ নামীয় ন্যাশনাল ব্যাংক লিঃ ঝালকাঠি শাখায় জমা প্রদান করলে ন্যাশনাল ব্যাংক লিঃ ঝালকাঠি শাখা ওই চেক পূবালী ব্যাংক লিঃ ঝালকাঠি শাখায় প্রদান করে।

ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো ডিজঅনার করে। এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম তালুকদার আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।