বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন।
রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারীসহ আরও দুজনেকে গুরুতর আহতাবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার শিকার আহত তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যু হয়। অপর দুজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাকেরগঞ্জের সাবেক মেয়রসহ আ. লীগের ১৮ নেতাকর্মী কারাগারে
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে দুই মাস বন্ধ থাকবে উৎপাদন
ছাদ বাগানে কাটা বোতলে কালিজিরা ধানের চাষ
ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা