Current Bangladesh Time
Thursday November ১৪, ২০২৪ ১২:৪১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » মাধবপাশা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
১১ October ২০২৪ Friday ৮:১২:৪৬ PM
Print this E-mail this

মাধবপাশা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


আল-আমিন,বাবুগঞ্জ ॥

বরিশাল বাবুগঞ্জ উপজেলার ৭নং মাধবপাশা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মেয়াত উত্তীর্ণ কমিটি গঠন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মাধবপাশা স্কুলে ইউনিয়ন বিত্রনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ১৭ বছরের জ্বালা। কয়দিনে মিঠালে চলবে না। ধৈর্য ধরতে হবে। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক হমলা মামলার শিকার হয়েছি। বিএনপির অনেক নেতা মামলার আসামী হয়েছে। অনেক নেতা কর্মী ঈদে, জানাজায়, আত্মীয়-স্বজনের অসুস্থতায়ও আসতে পারেনি। তাই বলে ১৭ বছরের বিএনপি’র জনপ্রিয়তা এক পারসেন্ট কমাতে পারেনি, বরং জনপ্রিয়তা আরো বেড়েছে। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে রেখে দিল্লিতে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তারপরও তিনি দেশ ত্যাগ করেননি। এখন তিনি দিল্লিতে বসে নানা ষড়যন্ত্রের লিপ্ত হচ্ছে। এ ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একসাথে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে, বিএনপি’র দিক হচ্ছে সাধারণ মানুষ। সভাপতিত্বে বক্তব্য সুলতান আহম্মেদ খান বলেন শেখ হাসিনা সরকারকে যারা সমর্থন দিয়ে সুবিধা নিয়েছে বিএনপিতে তাদের ঠাঁই নাই। দলের ভিতরে আবর্জনা থাকলে তাদের আশ্রয় দেওয়া যাবে না। দলকে সুসংগঠিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে কমিটি করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফারুক, মো. নজরুল ইসলাম বাদশা, কাজী নজরুল ইসলাম মিলন,আরিফুর রহমান শিমুল শিকদার,আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুল ইসলাম, দুলাল চন্দ্র শাহ শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আজাদ বিস্বাস,সদস্য সচিব মো. কামরুজ্জামান সোহাগ,বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি সবুজ আকন, মাধবপাশা ইউনিয়ন ও ওয়ার্ড বিত্রনপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,মহিলাদলসহ বিভিন্ন নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাকেরগঞ্জের সাবেক মেয়রসহ আ. লীগের ১৮ নেতাকর্মী কারাগারে
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে দুই মাস বন্ধ থাকবে উৎপাদন
ছাদ বাগানে কাটা বোতলে কালিজিরা ধানের চাষ
ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com