পাথরঘাটায় এক রাতে ৬ বাড়িতে চুরি
১২ October ২০২৪ Saturday ৬:৪৪:১৬ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় এক রাতে কাছাকাছি ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে রাত ২টার মধ্যে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দুইটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় নাসিমা বেগম, মোহাম্মদ নুহু, মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ ইউসুফ খান, জয়নাল খান ও সগির শিকদারের বাড়িতে চুরির এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নাসিমা বলেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের চেইন ও রুলি। যার ওজন আনুমানিক সাড়ে ৩ ভরি এবং নগদ ৮৫ হাজার টাকা। আরেক ভুক্তভোগী মোহাম্মদ নুহু হাওলাদার বলেন, অজ্ঞাত চোররা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণের জিনিসপত্র ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই ভাবে আমাদের বাড়ির পাশের আরও পাঁচটি ঘরে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, একই রাতে কাছাকাছি ৬টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। আশা করি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হবে। এ বিষয়ে পাথরঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ এসেছে। এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||