ব্যাটিং বিপর্যয়ের পরেও তাইজুল ঘুর্ণিতে লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ
২১ October ২০২৪ Monday ৫:৩৫:১২ PM
ক্রিড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের। তবে ব্যাটিং ধসের পরও লড়াই ভালোভাবেই টিকে থাকল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পরে ব্যাটিং করতে নামলে রীতিমতো স্পিন বিষ ঢেলেছেন তাইজুল ইসলাম। তাইজুলের স্পিনে ৬ উইকেটে ১৪০ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ প্রথম দিন শেষে ৩৪ রানে এগিয়ে সফরকারীরা। কাল সকাল সকাল উইকেট তুলে নিতে পারলে নাগালের মধ্যেই রাখা যাবে সফরকারীদের। আজ দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৬ রানের জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারে ওপেনার এইডেন মার্করাম। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন টনি দে জর্জি ও ট্রিস্টিয়ান স্টাবস। দলীয় ৫০ রানের মাথায় ট্রিস্টিয়ান স্টাবসকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাইজুল ইসলাম। তারপর তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন সফরকারীরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||