Home » বরিশাল » বরিশাল সদর » নিষেধাজ্ঞার ১৬ দিনে বরিশালে সাড়ে ১৪ হাজার কেজি ইলিশ জব্দ
২৯ October ২০২৪ Tuesday ৪:৪৭:৩৭ PM
নিষেধাজ্ঞার ১৬ দিনে বরিশালে সাড়ে ১৪ হাজার কেজি ইলিশ জব্দ
আমাদের বরিশাল ডেস্ক:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৬ দিনে ৪৮২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি ২২ লাখ ৮২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২১১ টি অভিযান চালানো হয়েছে এবং ৬৪৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭৬২ টি মামলা করা হয়েছে।
যে সময়ে বরিশাল বিভাগে ৪২৪ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৩৪ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ৬৫৯ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ৩৭৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
আর গত ১৬ দিনের অভিযানে ১৪ হাজার ৫২৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
পাশাপাশি ১৫ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের ৮৫ লাখ ৪২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৮৯ হাজার টাকা আয় হয়েছে।
মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।
বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)