বরিশালের মুলাদীতে প্রতিবন্ধী মোহাম্মদ আলীর জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এ সময় জমির সীমানার প্রাচীর ভাঙ্গার সময় প্রতিবন্ধীর ভাই আরাফাত প্রতিবাদ করায় তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। আহত হল ওই থানার চার নং ওয়ার্ড উত্তর চরফোদ্দা গ্রামের বাসিন্দা সোলেমান দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মোহাম্মদ আলীর নতুন বাড়ির সীমানার প্রাচীর (বেড়া) ভেঙে ফেলে প্রতিপক্ষরা। এ সময় প্রতিবন্ধীর ভাই আরাফাত প্রতিবাদ করলে আলমগীর, মোতালেব, জুয়েল ,মোস্তফা হাওলাদার সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ছুড়ি,রামদা, নিয়ে এ হামলা চালায়। লাঠির আঘাতে তার মাথা ও সারা শরীরে প্রচন্ড জখম হয়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান