Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
২ November ২০২৪ Saturday ১২:০৮:৪৪ PM
মির্জাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগমের দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আ’লীগের লোকজন নিয়ে বর্তমান এডহক কমিটি করার কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
সোমবার (২৮ অক্টোবর) পাঁচজন ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী উপজেলা পরিষদে এসে নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক শাহানা বেগম শােভা বিদ্যালয়ে যোগদান করার পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল হয়ে সরকারি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে তাঁর সুবিধা মতো আওয়ামী লীগের লােকজন দিয়ে বিভিন্ন সময় বিদ্যালয়ের পকেট কমিটি গঠন করেছেন। এবং সরকারি বরাদ্দের টাকা অনিয়ম ও দুনীতির মাধ্যমে লুটপাট করেছেন। এই লুটপাটের খবর ফাঁস হওয়ার ভয়ে ও লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্নবের মাধ্যমে সরকার পরিবর্তনের পরে পুনরায় আওয়ামী সরকারের লোকজনের সাথে গোপন মিটিং করে সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটির সভাপতিকে বর্তমানে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নির্বাচিত করে পকেট কমিটি গঠন করে উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করেছেন।
এ ছাড়াও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লিমা খাতুনের কাছ থেক অনৈতিক সুবিধা নিয়ে তাকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সুযোগ করে দিয়ে গরীব অভিভাবকের কাছ থেকে চাপপ্রযােগের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। কোন শিক্ষক শিক্ষিকা এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে বিরূপ পরিবেশ সৃষ্টি করেন এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। অনেক সহকর্মীকে তিনি বিএনপির ট্যাগ দিয়ে গালিগালাজ এবং হুমকি ধমকি দিতেন। কেউ কেউ তাঁর ভয়ে দূরবর্তী স্কুলে বদলি হয়ে যেতে বাধ্য হয়েছেন।
অভিযোগকারীরা অভিযুক্ত প্রধান শিক্ষিকা সাহানা বেগম শোভা কর্তৃক গঠিত এডহক কমিটি বাতিলপূর্বক তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ লুটপাট, বিভিন্ন অনিযম ও দুর্নীতির তদন্তপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
এ বিষয় অভিযুক্ত প্রধান শিক্ষক শাহানা বেগম শোভা’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা, আমার বিরুদ্ধে উদ্দেশপ্রণোদিতভাবে চক্রান্ত করা হচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয় প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হচ্ছে, তিনি তদন্ত করে আমাকে প্রতিবেদন করলে পরবর্তী ব্যবস্থা নিব।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান