পটুয়াখালীর মহিপুরে ১০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ কুয়াকাটা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঃ রব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ২ টার দিকে তার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নিয়মতি ৫টি মামলার আসামী ও ১ টি জি,আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। এসময় কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান