পটুয়াখালীর কলাপাড়ায় উপকারভোগী ২৫০ পরিবারের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দাতা সদস্য কার্ক ইন এক্টি (KIA) নেদারল্যান্ডস’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের পক্ষ থেকে বীজ বিতরণ করা হয়।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উপকারভোগী প্রত্যেককে লালশাক, পালংশাক, পুঁইশাক, মুলা, করলা, ধনিয়া ও কুমড়ার বীজ দেয়া হয়েছে।
এসময় স্থানীয় সমাজসেবক মো. ছগির মাতুব্বরের সভাপতিত্বে ও নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংস্থার বরিশাল অফিসের কো-অর্ডিনেটর যাদব চন্দ্র গুহ, কর্মকর্তা সবুলান অধিকারী, গণমাধ্যমকর্মী মাইনুদ্দিন আল আতিক, জীবন জীবিকা প্রকল্পের ব্যবস্থাপক বাসুদেব গুহ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাকসবজির বীজ বপন, পরিচর্যা ও সার-কীটনাশক প্রয়োগের নিয়ম-কানুনসহ স্বাবলম্বী হতে সবজি চাষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এসব সবজির বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান