মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজীর উদ্দেশ্যে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।”
বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন,অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা যা একটি অনভিপ্রেত ঘটনা। যে অপরাধে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য,অবৈধ অস্ত্র রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত ভোর রাতে (বৃহস্পতিবার ৭ নভেম্বর) মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সুবিদখালী বন্দরে অবস্থিত বাস ভবনে অভিযান চালায় যৌথবাহিনী।
এসময় যুক্তরাষ্ট্রের তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ৭.৬৫ মি.মি পিস্তল,২ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। এরপর তাকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান