Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালের পলাশপুরে আড়াই হাজার কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার
১৩ November ২০২৪ Wednesday ৪:০৮:০২ PM
বরিশালের পলাশপুরে আড়াই হাজার কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার
নগর প্রতিনিধি:
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ মো. আক্কাস হাওলাদার (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়।
বরিশাল র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বিষয়টি নিশ্চিত বরিশালটাইমসকে করে বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর পলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় র্যাব ও পরিবেশ অধিদফতর। এসময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আক্কাস হাওলাদার ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর গলী সংলগ্ন মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একইসঙ্গে জব্দ করা পলিথিন ধ্বংস করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান