বরিশালের উজিরপুরে আশঙ্কাজনক ভাবে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক থেকে ব্যাটারি চুরির ঘটনা। নানা ভোগান্তির অজুহাতে থানায় অভিযোগ করতে ভুক্তভোগীদের অনীহা।
গত এক মাসে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে। শোলক ইউনিয়নে থেকে আব্দুর রহিম বেপারী, মোহাম্মদ আলী, মজিবর ও জনি নামের ভ্যানচালক বাবু এবং ইজিবাইকচালক আবুল হোসেন গুনরাজসহ মোট ছয়জনের বাড়ি থেকে তাদের বাহনের ব্যাটারি খুলে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরেরা।
জানা গেছে, প্রত্যেকের ভ্যানে চারটি ব্যাটারির ও ইজিবাইকে পাঁচটি ব্যাটারির মধ্যে দুইটি করে চুরি করে নিয়ে গেছে চোরেরা। সাতলা ইউনিয়নের সাতলা বাজারের কয়েকজন ভ্যানচালক জানায়, মাস খানেক আগে দক্ষিণ সাতলা এলাকার এক রিকশাচালকের ভ্যান থেকে চারটি ব্যাটারিই চুরি করে নিয়ে যায় চোর চক্র।
রাতের আধারে হারতা ইউনিয়নের কুচিয়ার পাড় থেকে খাইরুল নামের এক ভ্যানচালকের ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে গেছে। এছাড়াও বিগত কিছুদিন যাবত বেড়েছে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা।
শোলক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: শিরাজ ইসলাম তালুকদার বলেন, এ ইউনিয়নে প্রায় এক শ’ জন ইজিবাইক ও ভ্যানচালক রয়েছেন। পাশের ইউনিয়নসহ আরো অসংখ্য ইজিবাইক। যাদের ক্ষয়ক্ষতির হিসাব আমার জানা নেই।
তিনি আরো বলেন, উজিরপুর মডেল থানায় এর আগেও অভিযোগ ও সাধারণ ডায়েরি করলেও ইজিবাইকগুলো এখনো উদ্ধার হয়নি। ভ্যান ও ইজিবাইকচালকদের সাথে কথা বলে জানা গেছে, ব্যাটারি হারালেও তারা থানায় কোনো অভিযোগ করেননি।
থানায় অভিযোগ না করার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন, অভিযোগ করতে গেলে আগেই ৫০০ টাকা দেয়া লাগে, এরপরও কোনো উদ্ধার হয় না। এজন্যই তারা অভিযোগ না করে বিভিন্ন জায়গা থেকে লোন করে নতুন ব্যাটারি কিনেছেন।
শোলক ইউনিয়নের দত্তেশ্বর গ্রামের ভুক্তভোগী ইজিবাইকচালক আবুল হোসেন গুনরাজ বলেন, ‘আমি সারাদিন ইজিবাইক চালিয়ে বুধবার গভীর রাতে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি।
রাত ২টায় উঠে দেখি পাঁচটি ব্যাটারির মধ্যে দু’টি ব্যাটারিই চোরে নিয়ে গেছে। ইজিবাইক চালিয়ে সারাদিন যা আয় করি তা দিয়েই কোনো রকমে সংসার চালাই। ব্যাটারি হারানোর পর নিরুপায় হয়ে পড়ি।’
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুস সালাম বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি করতে কোনো খরচ হয় না।দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান দেখিয়ে ভুক্ত ভোগীদের পদক্ষেপ নেয়া উচিৎ।ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে তার পরিপ্রেক্ষিতে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান