Home » বরিশাল » হিজলা » হিজলায় জমি দখলের জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫
২৯ November ২০২৪ Friday ৫:৩৮:০৮ PM
হিজলায় জমি দখলের জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলায় জমি দখলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর সোনাতলা এলাকায় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উভয় পক্ষের রুবেল খান (৫৫), শহিদ সিকদার (৫০), রায়হান (২৪), ইসমাইল সিকদার (৬০) ও আমজাদ খান (৪০)। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রুবেল খান জানান, তাঁদের জমির আমন ধান প্রতিপক্ষের লোকজন কেটে নিতে চাইলে তাঁরা বাধা দেন। তখন তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
পাল্টা অভিযোগ করে শহিদ সিকদার জানান, তাঁরা নিজেদের জমিতে ধান চাষ করেছেন। ঘটনার দিন ধান কাটতে গেলে রুবেল খানসহ কয়েকজন বাধা দেন। তখন প্রতিরোধ করলে তাঁরা শহিদদের ওপর হামলা করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান