" />
AmaderBarisal.com Logo

এ দেশের মানুষ ভারতবিরোধী নয়: নৌ উপদেষ্টা


আমাদেরবরিশাল.কম

২ December ২০২৪ Monday ৫:৩৮:০৩ PM

নগর প্রতিনিধি:

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশাকরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবাঝি আছে সেটা দূর হবে। তবে এটা ভালো বলতে পারবেন পররাষ্ট্র উপদেষ্টা।  

তিনি আরও বলেন, আর নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। 

সোমবার  (২ ডিসেম্বর) সকালে এ পা‌সিং আউট প‌্যা‌রেড অনুষ্ঠা‌ন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

এ সময় দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি,  যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। 

তিনি বলেন, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেওয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন। 

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাকটিভ হবেন এবং হচ্ছে। আমরা মনে করি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। 

নির্বাচন নিয়ে তিনি বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। নতুন নির্বাচনকে কাজ করতে দেয়া উচিত। 

ইসকন নিয়ে তিনি বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোন সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে।  আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক।  তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।  আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে এগোতে পারবো না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।