![]() মহানগর বিএনপিতে বিরোধ , হয়নি সভা
২ December ২০২৪ Monday ১০:০৭:২৯ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল মহানগর বিএনপিতে বিরোধ বাড়ছে। কমিটির ৪২ সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশ আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সভাতেও যাচ্ছেন না। ফলে কোরাম সংকটে শনিবার সন্ধ্যায় সভা করতে পারেননি শীর্ষস্থানীয় নেতারা। ৯০ দিনের মধ্যে মহানগরের সম্মেলন ও কমিটি গঠনে কেন্দ্রের নির্দেশ বাস্তবায়নে এ সভা আহ্বান করা হয়েছিল। শনিবার রাতে সভায় অংশ নেওয়া একাধিক নেতা জানান, কোরাম সংকটে সভা হয়নি। উপস্থিতদের মধ্যে সভা আহ্বান নিয়ে প্রশ্ন তোলেন এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। আহ্বায়ক ও সদস্য সচিবের উদ্দেশে তিনি বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে সভা আহ্বান বিধিতে নেই। আমাকে ফোন দেওয়া হয়েছে শনিবার দুপুরে। সভার নির্দিষ্ট এজেন্ডা উল্লেখ করা হয়নি। ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্তির প্রসঙ্গ উঠলে বিরোধিতা করেন নাসরিন। তবে এসব বিষয়ে সমকালের কাছে মন্তব্য করতে রাজি হননি নাসরিন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

