" />
AmaderBarisal.com Logo

আমতলীতে পুলিশের অভিযানে ১৪ চোরাই গরু উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৩ December ২০২৪ Tuesday ১২:০৫:১১ PM

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লিটন ঢালী (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।  গ্রেপ্তার লিটন পটুয়াখালী সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের সামসু ঢালীর ছেলে। 

থানা সূত্রে জানা যায়, ছয় নম্বর আমতলী সদর ইউনিয়নের অর্ন্তগত এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে লুৎফর হাওলাদারের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। একদিন পর শনিবার (১ ডিসেম্বর) আঠারগাছিয়া চাউলা বাজার থেকে চোরসহ চুরি হওয়া চারটি গরু উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লিটনকে জিজ্ঞাসাবাদ করে আমতলী থানা ও পটুয়াখালীর গলাচিপা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে আরও ১০টি চোরাই গরু উদ্ধার করে। উদ্ধার করা ১৪টি চোরাই গরুর বাজার মূল্য অনুমান ১০ লাখ টাকা। 

গ্রেপ্তার আসামি আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তার বিরুদ্ধে বরগুনাসহ অন্যান্য জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।  

গ্রেপ্তার লিটনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোনো ঘটনা না ঘটে, সে পরিপ্রেক্ষিতে আমতলীদ থানা এলাকায় চেকপোস্টসহ টহল নজরদারি অব্যাহত রয়েছে। 

পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, বরগুনার সর্বস্তরের জনসাধারণকে আশ্বস্ত করে বলেন যে, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বরগুনা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে যেকোনো অপরাধ নির্মূলে বদ্ধপরিকর।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।