" />
AmaderBarisal.com Logo

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৪ December ২০২৪ Wednesday ১১:২৫:৩৬ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর নিশান বাড়িয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাংলা শেট টিনশেড ব্রাকে রুম নম্বর বি ৩(১১) কক্ষের ভিতরে মোঃ সোহান হোসেন(২০) নামের শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ভিকটিমের খালাতো ভাই মোহাম্মদ অন্তর হোসেন (১৮) জানায়, মৃত মোঃ সোহান হোসেন(২০) পিতা-মধু মিয়া, মাতা- শম্পা খাতুন সাং বাহাদুরপুর থানা পাবনা সদর (০২ ডিসেম্বর) সোমবার কাজ করার পরে শারীরিক অসুস্থতা বোধ করে। শারীরিক অসুস্থতার কারণে দুই দিন কাজে যায়নি এবং ব্রাকে অবস্থান করে। (০৪ ডিসেম্বর) বুধবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় কাজ শেষ করিয়া ব্রাকে এসে দেখি দরজা চাপানো দেখে সোহান সোহান বলে ডাক দিলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলে রুম অন্ধকার দেখে লাইট অন করে দেখতে পাই সোহান লাল প্লাস্টিকের রশি দিয়ে ফ্যানের সহিত ঝুলে আছে দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আসে। পরবর্তীতে কলাপাড়া থানায় সংবাদ দিলে পুলিশ এসে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।একটি সূত্র জানায়, মৃত মোঃ সোহান হোসেন(২০) (১৯ নভেম্বর) বাড়ি হইতে কাজের উদ্দেশ্যে কলাপাড়া ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসে সে (২০ নভেম্বর) হইতে লেবারের কাজ শুরু করে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।